ফেনী নদীর আংশিক এলাকায় বালু দস্যুদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী নদীর আংশিক এলাকায় বালু দস্যুদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান।৭মার্চ শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘন্টা ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের আংশিক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন,পরিবেশ বিপর্যয়,ফসলি জমি ধ্বংস,মানুষের বসতি,রাস্তাঘাট,শ্মশানসহ গাছের বাগান নষ্ট করার অভিযোগে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।
এই সময় ৩০টি মেশিন অকেজো ও দুই হাজার ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয়েছে।অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে।এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।এলাকাবাসীর দাবি চিহ্নিত এসব বালু দস্যুদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা,এবং মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখে ফেনী নদীর পুরো এলাকায় নৌকা ও কাটার জব্দ এবং ধ্বংস করা।





