ফেনীর ফরহাদনগরে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যােগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু।ফরহাদনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাইদুর রহমান মিলন,ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রুমন,ইউনিয়ন যুবদল নেতা সোহেল,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন,ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা সুজন,ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু,ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সহ সভাপতি তাওহীদ প্রমুখ।এই সময় বিপুলসংখ্যক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।ইফতার পূর্বে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং বিগত আন্দোলন সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।