সারাদেশ

পিরোজপুরে মোবাইল কোর্ট অভিযানে ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল কোর্ট অভিযানে তিনটি ইটভাটায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার খোলপটুয়া গ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী।
এসময় পরিবেশ অধিদফতরের পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী ও ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে মেসার্স আল-আমীন ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, নেয়ামত ব্রিকস ও কঁচা ব্রিকস ইন্ডাষ্ট্রিজকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইন্দুরকানীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয় । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,