সারাদেশ

বকশীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

গত শুক্রবার (৭ মার্চ) জামালপুরের বকশীগঞ্জ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াত (৩৬) কে গ্রেপ্তার করে জামালপুর সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. নিয়ামত উল্লাহ নিয়াত (৩৬) বকশীগঞ্জের সারমারা এলাকার মৃত শাহজামাল ছেলে।
সে দীর্ঘদিন ধরে উপজেলার বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন- গ্রেফতারের পর বকশীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শনিবার (৮ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন- ছাত্রলীগ নেতাকে বিশেষ অভিযানে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,