মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন।

মোঃ ফুয়াদ রহমান
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাতে ৯ই মার্চ ২০২৫ তারিখে গাইবান্ধা সরকারি কলেজের কলেজ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে অংশগ্রহণ করেন গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা, যারা ধর্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেন। সকাল ১০:৩০ মিনিটে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধর্ষন একটি জঘন্যতম অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা উচিত।” তারা বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সমাজের প্রধান দায়িত্ব। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের শিকার শিশু আছিয়ার জন্য দ্রুত এবং ন্যায্য বিচার দাবি করেন। তারা শাস্তির বিধান কঠোর করার পাশাপাশি সমাজে শিশু নির্যাতন বন্ধে সরকারের উদ্যোগ আরও শক্তিশালী করার আহ্বান জানান।