সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে এক ক্লিনিক সিলগালা জরিমানা ৮০ হাজার টাকা ।

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে জরিনা বেসরকারি ক্লিনিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ক্লিনিকটি সিলগালা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
জানা গেছে, বুধবার (১২ ই মার্চ ) বিকেল উপজেলাধীন জামালপুর কলাকাটুয়া এলাকায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জারিনা বেসরকারি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক জাকিয়া বেগমকে (৪৫) ৮০ হাজার টাকা জরিমানা করেন । এবং ক্লিনিকটিকে সিলগালা করা হয় । এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ গণমাধ্যমকে জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘন করার অপরাধে উপজেলাধীন জামালপুর কলাপাটুয়ায় অবস্থিত জরিনা বেসরকারি ক্লিনিকটিকে ৮০ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে ।
এ অভিযানে সাথে ছিলেন ডাঃ জেসিলি ঘোষ মুনমুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেঞ্চ সহকারি মোঃ আল আমিন ভূঁইয়া ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,