সারাদেশ

নীলফামারী অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু 

সাকিল ইসলাম ,জেলা প্রতিনিধি নীলফামারী।
 তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে অনুর্ধ্ব-১৭(বালক ও বালিকা) ফুটবল টুনামেন্ট শুরু হয়েছে শনিবার থেকে। নীলফামারী সরকারী কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের বাস্তবায়নে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে বালকে সৈয়দপুর উপজেলাকে ২-০ গোলে হারিয়ে কিশোরগঞ্জ উপজেলা এবং বালিকায় নীলফামারী পৌরসভাকে ১-০ গোলে হারিয়ে কিশোরগঞ্জ উপজেলা বিজয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, টুর্নামেন্টে বালকে ৭টি ও বালিকায় ৭টি করে দল অংশ নিচ্ছে। আগামী ২৮জানুয়ারী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং