সারাদেশ

শিক্ষা প্রতিষ্ঠান খোলা : ছুটি ছাড়া শিক্ষা কর্মকর্তাসহ প্রতিষ্ঠান প্রধানগণ গেলেন শিক্ষা সফরে 

শিক্ষা প্রতিষ্ঠান খোলা : ছুটি ছাড়া শিক্ষা কর্মকর্তাসহ প্রতিষ্ঠান প্রধানগণ গেলেন শিক্ষা সফরে 

➡️ প্রতিষ্ঠান প্রধানগণ ছুটি ছাড়া শিক্ষা সফরে 

➡️ শিক্ষা কর্মকর্তারাও রয়েছেন সাথে 

➡️ শিক্ষা সফরের ব্যাপারে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুই জানেন না 

➡️ একজন প্রধান শিক্ষকের দাবি ইউএনও’র নিকট থেকে  নিয়েছেন ছুটি। 

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি বিধি বহির্ভূতভাবে  মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেই গেলেন শিক্ষা সফরে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ শিক্ষা সফরের আয়োজক বলে জানা যায়।১৬ ফেব্রুয়ারি রাত ১১ টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কয়েকজন কর্মকর্তা এবং মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ দুইটি বাসযোগে কলাগাছি, নীলডুমুর, মুন্সিগঞ্জ, শ্যামনগর এবং সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের  হোয়াটসএ্যাপ গ্রুপে মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক পাঠানো একটি বার্তায় ১৫০০ টাকা করে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের শিক্ষা সফরের ফি দেওয়ার কথা বলা হয়। একই সাথে উল্লেখ করা হয় প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে  বাধ্যতামূলক অংশগ্রহণের কথা । নাম স্বাক্ষর বিহীন ঐ বার্তায় যোগাযোগের জন্য দুইটি মুঠোফোন নাম্বারও প্রদান করা হয়। তার মধ্যে ০৭১৬৭৮০৮২০ নাম্বারটি উপজেলার  মান্দারবাড়িয়া চাঁদ পাড়া  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান  কামালের ।
 সরকারি এবং  শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী  ১৭ই ফেব্রুয়ারি স্বাভাবিক নিয়মেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। নিয়মিত এই দিনে  শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখেই  সরকারি বিধিকে উপেক্ষা করে একসাথে উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের শিক্ষা সফরে যাওয়া নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে । সরেজমিনে বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক অফিসে গিয়ে দেখা যায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল(অতিরিক্ত দায়িত্ব)  এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীমের অফিস কক্ষ খোলা থাকলেও তারা অবস্থান করছেন শিক্ষা সফরে।এদিকে উপজেলা বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে যেয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ রয়েছেন শিক্ষা সফরে। এ সময় মুঠোফোনে তার সাথে কথা বললে তিনি জানান, উপজেলা মাধ্যমিক অফিসের দাওয়াতে তিনি শিক্ষা সফরে অবস্থান করছেন। শিক্ষা সফরে  অংশগ্রহণকারী  উপজেলার মান্দারবাড়িয়ার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কামরুজ্জামান কামালের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে শিক্ষা সফরে বর্তমানে আমরা  সুন্দরবনে অবস্থান করছি। এখানে আমরা সর্বমোট ৫৬ জন এসেছি। প্রতিষ্ঠান খোলা রেখে ছুটি নিয়ে শিক্ষা সফরে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ছুটি নিয়েই আমরা শিক্ষা সফরে এসেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পালের  (অতিরিক্ত দায়িত্ব) সাথে এ ব্যাপারে কথা বলতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এ ব্যাপারে বলেন,মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানণের কেউই শিক্ষা সফরের ব্যাপারে আমাকে কিছু জানায়নি; এমনকি আমার কাছ থেকে কেউ ছুটিও নেননি। স্কুল খোলা রেখে লিখিত আবেদনের মাধ্যমে ছুটি ব্যাতিত  প্রতিষ্ঠানপ্রধানগণের শিক্ষা সফরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী (শিক্ষা ও আইসিটি) বলেন, ছুটি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে প্রতিষ্ঠান প্রধানদের এভাবে শিক্ষা সফরে যাওয়ার কোনো নিয়ম নেয়।আমি এখনই কালীগঞ্জে যাচ্ছি। অনিয়মের সত্যতা মিললে নেওয়া হবে ব্যবস্থা।
শিক্ষা সফরে যাওয়ার ব্যাপারে ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল  বলেন, ব্যাপারটি খোজ খবর নিয়ে দেখছি। বিধিবহির্ভূত  হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,