সারাদেশ

কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিয়াঁজ ব্যবসায়ী নিহত : আহত -১

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর  উল্টে পড়ে শফি মিয়া (৫৫) নামের এক পিয়াঁজ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। এ সময় মোহাম্মদ উলফাত (৪০) নামের আরও এক ব্যবসায়ী এ দূর্ঘটনায় আহত হয়েছেন । বারোবাজার হাইওয়ে থানা’র ওসি মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে গ্রাম থেকে একই মোটরসাইকেল ওই দুই ব্যবসায়ী যশোর যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে । তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত উলফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,