সারাদেশ

হেলিকপ্টার যোগে পৌঁছালো নিহত সৈনিকের নুর আলমের লাশ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় নিহত সৈনিকের মৃত দেহ ঢাকা তেজগাঁ ক্যান্টনমেন্ট হইতে হেলিকপ্টার যোগে সিরাজগ‌ঞ্জের বেলকু‌চি উপ‌জেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত সেনাবাহিনীর সৈ‌নিক হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বামন বাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছে‌লে
নুর আলম (৩২)।
এর আগে গতকাল সোমবার নিহত সৈনিক বিকাল ৩ টার দি‌কে তেজগাঁ ক্যান্টনমেন্টের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত মোটরসাইকেল ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। পরবর্তী সময় একটি যাত্রীবাহী বাস তার মাথার উপর দিয়ে চলে গেলে, ঘটনাস্থলেই সৈনিক নুর আলম মৃত্যু বরণ করেন।
আইনি জটিলতা শেষে আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৪ টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর হেলিকপ্টারে যো‌গে তার মৃতদেহটি নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর গাড়িযোগে মৃতদেহটি তার গ্রামের বাড়ি নিয়ে আস‌লে। নিজ গ্রামে জানাজা শেষে পা‌রিবা‌রিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,