আবারো গোবিন্দ চন্দ্র প্রামাণিকের হাতে উদ্ধার হলো ৪’শ বছরেে পুরোনো মন্দির।

প্রসেন সরকার নবীগঞ্জ।
প্রায় ৪’শ বছরের পুরোনো মন্দির উদ্ধার,
শ্রী শ্রী মঙ্গলচন্ডী মাতার মন্দির, গৈদারটেক,মিরপুর দারুসালাম, গাবতলী, ঢাকা। ,দীর্ঘ দিন যাবত পূজা অর্চনা বন্ধ ছিল, (কারণ জানা হয় নি) ৬ই মে ২০২৫ ইং রোজ:মঙ্গলবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাননীয় মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং হিন্দু মহাজোট পুনরায় এই মন্দিরটি উদ্ধার করে এবং মন্দির পুননির্মাণের জন্য কাজ শুরু করে,পুনরায় শুরু হচ্ছে শ্রী শ্রী মঙ্গলচন্ডী মাতার পুজো, এর আগেও এড গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঢাকা শহরে রমনা কালী মন্দির,স্বামীবাগ ইসকন মন্দির,দয়াগঞ্জ শিব মন্দির,রাম-সীতা মন্দির সহ ৯টির অধিক মন্দির পুনরোদ্ধার করেন।
দ্বিতীয়বারের মতো সাপ্তাহিক পুজো এবং পূণ নির্মাণের কাজে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সংগ্রামী মহাসচিব অ্যাড গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ন মহাসচিব হেমন্ত দাস, যুগ্ন মহাসচিব নকুল চন্দ্র দাস, হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সজীব কুন্ডু তপু, কোষাধ্যক্ষ পল্লব দাস, গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, মিঠুন চন্দ্র পাখি, স্বপন চন্দ্র দাস ভারপ্রাপ্ত সভাপতি হিন্দু মহাজোট ঢাকা উত্তর, পুরোহিত সঞ্জয় চক্রবর্তী, ফণিন্দ্র চন্দ্র দাস সভাপতি মিরপুর দারুসালাম শশ্মান কমিটি সহ শতাধিক স্থানীয় ভক্ত বৃন্দ।