বেরোবিতে কর্মকর্তাদের জন্য ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা

বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত কর্মকর্তাদের জন্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মকর্তাদের মাঝে যে পরিবর্তন আসবে, তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়েরও ইতিবাচক পরিবর্তন আসবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। তিনি বলেন, এই ধরনের কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান ও ধারণা কর্মকর্তাদের পেশাগত দক্ষতাকে আরও শাণিত করবে।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেব অংশ নেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। এ সময় আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।