সারাদেশ

এক ঘন্টার আল্টিমেটাম এর   বার কাউন্সিল   নির্বাচন স্থগিত

রাজন হোসেন তৌফিকুলঃ

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির (বার) ২০২৫-২০২৬ সেশনের আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে  নির্বাচন ছিলে । কিন্তু  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও   নাগরিক কমিটি এক ঘন্টার আল্টিমেটাম এর   মুখে অনির্দিষ্টকালের জন্য  নির্বাচন স্হগিত  করা হয়েছে ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিবাদের মুখে অনির্দিষ্টকালের  জন্য  স্থগিত  করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ।

জানাযায়, নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  এম আজাদুর রহমান প্রতিদ্বন্দ্বী করাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রতিবাদ  করে ।

 তাদের ভাষ্যমতে আওয়ামী লীগের দোসর কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে । এই দেশে আওয়ামীলীগের দোসর দের আর কোনো নির্বাচনের অংশ গ্রহণের সুযোগ দেওয়া হবে না।

 তাদের এই হুমকির মুখে উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার  অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করেন।

 আর করে নির্বাচন হবে নিদিষ্ট করে কিছু জানাযায় নি ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং