সারাদেশ

তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় লোক ও কারুশিল্প মেলা শুরু।

মোঃ খোকন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা উদ্বোধন করা হয়েছে ।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌরশহরের কাউতলি স্টেডিয়াম মার্কেটের সামনে লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন,  ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সদর মডেল থানার ওসি মোঃ মোজাফফর হোসেন, জেলা জামাতে ইসলামীর প্রচার সম্পাদক কাজী সিরাজ, মেলা পরিচালক স্বপন মিয়া ও হাসিবুর রহমানসহ জেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশিষ্টজন এবং দর্শণার্থীরা।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসব্যাপী ব্যাপী লোক ও কারুশিল্প মেলা উপলক্ষে নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম মার্কেটে বসানো হয়েছে প্রায় শতাধিক  স্টল। এসব স্টলে তরুণ উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও  উদ্যোক্তারা অংশ নেয়। মেলায় বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি, প্রতিদিন তরুণদের নিয়ে বিভিন্ন ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন থাকছে বলে জানিয়েছেন মেলা পরিচালনা পর্ষদ। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং