সারাদেশ

কাঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান, গুঁড়িয়ে দেয়া ও দেড় লাখ জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি এম এ আজিজ

ঝালকাঠির কাঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টি গুঁড়িয়ে দেয়া হয়েছে ও দেড় লাখ জরিমানা করা হয়।

 

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

 

এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আমিনুল ইসলাম ও কাঠালিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

অভিযানে কাঠালিয়া সদর ইউনিয়নের ১টি ও শৌলজালিয়া ইউনিয়নের ০৪ টি ইটভাটায় অভিযান চালিয়ে জ্বালানি হিসেবে কাঠ ও যথাযথ আইন না মেনে ভাটা পরিচালনা করার অপরাধে এস এস বি ব্রিকসের মালিক মো: শহিদুল ইসলাম, এম সি ব্রিকসের মালিক আব্দুস সালাম গাজী, এম এম ব্রিকসের মালিক মোঃ চুন্নু ফকির কে জনপ্রতি ৫০,০০০ টাকা জরিমানা করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া কে বি এফ ব্রিকস ও মেসার্স কে এস বি সহ সর্বমোট ০৫ টি ইটভাটার কাঁচা ইট ও ভাটা গুড়িয়ে দেওয়া হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং