সারাদেশ

শাহরাস্তিতে  প্রাণবন্ত যুব সমাবেশ অনুষ্ঠিত

হাসান আহমেদ
শাহরাস্তি উপজেলায় আজ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রাণবন্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোহসিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর অনুপ্রেরণাদায়ক বক্তব্যে উপস্থিত তরুণ যুবক ও ছাত্রদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকনির্দেশনা উপস্থাপন করেন। তিনি বলেন, “যুবসমাজই একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রমের মানসিকতা থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায়।” তিনি তরুণদের প্রযুক্তি, শিক্ষায় অগ্রগতি এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের জন্য উৎসাহিত করেন।
মান্যবর জেলা প্রশাসক স্যার তাঁর বক্তব্যে শুধু তরুণদের নয়, বয়োজ্যেষ্ঠদেরও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, জাতি গঠনে তরুণ প্রজন্মের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা অপরিসীম। বয়োজ্যেষ্ঠরা তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং নৈতিকতা দিয়ে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা তরুণদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে, যা শুধু তাদের ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমগ্র সমাজের জন্য কল্যাণকর।
উপস্থিত তরুণরা তাঁর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে জাতি গঠনে নিজেদের নিবেদিত করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। তাদের চোখে-মুখে ভবিষ্যৎ গড়ার অদম্য ইচ্ছাশক্তি এবং প্রদত্ত দিকনির্দেশনা ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,