সিটি মডেল স্কুলে ব্যাতিক্রমী আয়োজন।
প্রসেন সরকার (প্রতিনিধি নবীগঞ্জ হবিগঞ্জ)
সবুজ,শ্যামল, এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেট মহানগরীর ৮ং ওয়ার্ডের সুনামধন্য বিদ্যাপীঠ সিটি মডেল স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছিল প্রায় দুইবছর আগে। সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। চারা বিতরণের পরবর্তীতেও চারাগছের যত্নের ব্যাপারে নিয়মিত যোগাযোগ করা হয় শিক্ষার্থীদের সাথে। এরই ধারাবাহিকতায় প্রায় একশজন সফল বৃক্ষপ্রেমী ছাত্র ছাত্রীদের কে মনোনীত করা হয়, এবং আজকে তাদেরকে প্রত্যেককে সম্মাননা স্মারক ও একটি করে নতুন চারাগাছ উপহার হিসাবে দেওয়া হয়। স্কুল ক্যাম্পাসে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন প্রান্ত দাস, অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সিটি মডেল স্কুল এবং সিটি আদর্শ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক রাজন। উপস্থিত ছিলেন , প্রধান অতিথি- ফিউচার দেশ এর সম্মানিত ফাউন্ডার জনাব সাজ্জাদ আজিজ মালিক
বিশেষ অতিথি – ছড়াকার,অভিনেতা প্রশান্ত লিটন
ফিচার দেশ এর সিলেট বিভাগের বিভাগীয় রিজোনাল হেড জমিরুল হক পৌরব
সিলেট জেলা ইনচার্জ এর মারুফ আহমদ।
সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফ চৌধুরী। সিটি মডেল স্কুলের শিক্ষক অঞ্জয় রায় সঞ্জয়, পাভেল আহমদ প্রমুখ
আমন্ত্রিত অতিথিরা বলেন শিশু কিশোরদের মধ্যে এই ধরনের আয়োজন আগামী বাংলাদেশ সবুজ শ্যামল করে গড়ে তুলতে আন্দোলিত করবে।





