Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

শুভেচ্ছা নিবেন, ‘ঢাকা ক্যানভাস’ অনলাইন ভিত্তিক জনপ্রিয় ও সম্পূর্ণ নিরপেক্ষ একটি নিউজ পোর্টাল।। দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের লক্ষ্যেই আমাদের পথচলা। দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দিন-রাত ২৪ ঘন্টাই নিয়মিত ভাবে সংবাদ প্রকাশ করে আসছে ঢাকা ক্যানভাস। সারাদেশ থেকে ৫৫ জন জেলা প্রতিনিধি ও ২৩০ জন উপজেলা প্রতিনিধির একদল সাহসী সাংবাদিকরা নিরলসভাবে সমাজ, জীবন ও সভ্যতার খোঁজে কাজ করে যাচ্ছে-দেশ ও সমাজ-কে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে। বিশ্বের যেকোন প্রান্ত থেকেই ‘ঢাকা ক্যানভাস’র সর্বশেষ সংবাদ নিজস্ব ওয়েবসাইট www.dhakacanvas.com এ ভিজিট করে জানা যাচ্ছে। দেশ-বিদেশের নানা তথ্যসহ বৈচিত্র্যময় ফিচার ও সংবাদ নিয়ে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ‘ঢাকা ক্যানভাস’।

তারই ধারাবাহিকতায় ‘ঢাকা ক্যানভাস’ প্রিন্ট সংস্করণের ১ম সংখ্যা প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। আমি আজকে অত্যাধিক আনন্দিত যে, আমার উদ্যোগ বাস্তবায়ন করে আপনাদের হাতে ১ম সংখ্যা তুলে ধরতে পেরেছি। নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে হাজারো পত্রিকার মাঝে আমাদের প্রথম সংখ্যা প্রকাশের যাত্রা ছিল চ্যালেঞ্জিং।

সেই চ্যালেঞ্জে তারুণ্যনির্ভর পোর্টালটি প্রথম প্রিন্ট প্রকাশে কতটা সফল বা ব্যর্থ হয়েছে তার প্রধান বিচারক অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীরা।

ঢাকা ক্যানভাস শুরু থেকেই সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের ওপর দৃঢ় ভূমিকা রেখে চলেছে। আমরা সব সময়ই ‘সাদাকে সাদা, কালোকে কালো’ বলার সৎ সাহস দেখিয়ে আসছি। আমরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, ভূমিকম্প, ইয়াস, আম্ফান, করোনা, ডায়রিয়া, মাঙ্কিপক্স, সয়াবিন, ডলার, কাঁচা মরিচ-পেঁয়াজ সংকট, অপরাধ, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, আদালত, কৃষি ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিচ্ছি।

গত সময়ে করোনা মহামারীতে অক্সিজেন সংকট, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, টিকাদানে সাফল্য, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে আমাদের আয়োজন দেশী বিদেশী পাঠকদের আকৃষ্ট করেছে। ফলে শুধু বাংলাদেশ নয়, দেশে-বিদেশের অগণিত পাঠকের ভালবাসা ঢাকা ক্যানভাসের বড় অর্জন। আমাদের ঢাকা ক্যানভাস এর প্রথম প্রকাশেও তারই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। সমগ্র দেশের প্রতিনিধিদের পাঠানো গুরুত্বপূর্ণ সংবাদসহ জাতীয়, রাজনৈতিক, খেলা-ধুলা, বিনোদন ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ দিয়ে সাজিয়েছি ঢাকা ক্যানভাস এর বিশেষ সংখ্যাটি। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, পাঠক ও শুভাকাঙ্খী তাদের উৎসাহ ও উদ্দীপনা দিয়ে সাদরে গ্রহণ করে নিবে আমাদের ঢাকা ক্যানভাস এর প্রিন্ট প্রকাশকে। পাঠকের আকাঙ্খা পূরণই আমার বড় অর্জন। সত্য ও সুন্দরের পথে অবিচল থাকতে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। ঢাকা ক্যানভাস পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই প্রথম প্রকাশ উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোন।

আরিফুল ইসলাম,

সম্পাদক ও প্রকাশক,

ঢাকা ক্যানভাস।

You may also like

সম্পাদকিয়

বদলে যাচ্ছে কৃষি, ঝুঁকিতে স্বাস্থ্য

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

libreoffice download for windows 7 ✓ Get Free Office Suite Now

  • জানুয়ারি ১, ২০২৩
LibreOffice download for Windows 7 offers a free and open-source office suite with Writer, Calc, and Base. ✓ Download now