শিক্ষাঙ্গন

ইবিতে ছাত্রীদের জন্য ফ্রি শুদ্ধ কোরআন শিক্ষা কার্যক্রম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি

হলের ছাত্রীদের মাঝে সহীহ শুদ্ধ কোরআন চর্চার প্রচলন ঘটাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল প্রভোস্টের উদ্যোগে শুদ্ধ কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকাল ৫ টায় হলের নামাজ রুমে হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান, হাউজ টিউটর এবং অফিস সহকারী সকলের উপস্থিতিতে ৩৫ জন ছাত্রীকে নিয়ে দোয়া অনুষ্ঠানের  মাধ্যমে এ ‘ফ্রি শুদ্ধ কোরআন শিক্ষা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের প্রশিক্ষক হিসেবে থাকবেন কুষ্টিয়ার একজন অভিজ্ঞ নারী ওস্তাজা।

এসময় ছাত্রীদের মাঝে মূল্য পরিশোধযোগ্য সহায়ক কিছু বই প্রদান করা হয়। এর বাইরে শিক্ষার্থীদের কোনো খরচ বহন করতে হবেনা বলে জানিয়েছেন হল কতৃপক্ষ।

হলের একজন শিক্ষার্থী বলেন, হল  প্রভোস্টের চমৎকার এক আয়োজন ছিল আমাদের জন্য। এমন আয়োজন একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষাতেও ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের মত পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এই প্রথম এমন দারুণ উদ্যোগ নিতে পারার তৌফিক দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই দুনিয়াবি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সহিহ্ কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনকে পূর্ণাঙ্গ ভাবে কোরআনের আলোকে আলোকিত করার সুযোগ পাক।”

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর