ইবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ শাখার আত্মপ্রকাশ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে (ইবি) সম্মিলিত পেশাজীবী পরিষদ শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে উপ রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. রবিউল ইসলাম (বুড়ো) মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপ রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, সদস্য সচিব হিসেবে মো. রবিউল ইসলাম (বুড়ো), উপ রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম, ড. মো. ওয়ালীউর রহমান, মো. আলাউদ্দিন, মো. আনার পাশা, মো. গোলাম মাওলা, মো. লুৎফর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মো. আর মজিদ প্রমূখ।
সংগঠনটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী সকলকে নিয়ে এই সংগঠন। এই সংগঠন আমাদের সকলের বিভিন্ন দাবি-দাওয়া পূরনে কাজ করবে। আগামী তিন মাসের মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। আমি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।





