সারাদেশ

কুয়াকাটায় এক জালেই ৪৩ মণ ইলিশ,২০ লাখে বিক্রি

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রথম দিনেই বিশাল ইলিশের দেখা পেলেন জেলেরা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে জাল ফেলেই ৪৩ মণ ইলিশ ধরে ফেলেছেন ইউনুস মিয়া নামে এক জেলে। এই বিপুল পরিমাণ মাছ আলীপুর মৎস্য বন্দরের একটি নিলামে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

 

ট্রলার মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার (১১ জুন) মধ্যরাতে ১৯ জন জেলেকে নিয়ে ‘এফবি তামান্না’ ট্রলারটি গভীর সমুদ্রে যাত্রা করে। পায়রা বন্দরের কাছাকাছি পৌঁছে প্রথমবার জাল ফেলতেই ধরা পড়ে বিপুল পরিমাণ রুপালি ইলিশ। দীর্ঘদিন পর এমন সাফল্যে উচ্ছ্বসিত ইউনুস ও তার সঙ্গী জেলেরা।

 

ট্রলারের মালিক ইউসুফ হাওলাদার, যিনি ‘কোম্পানি’ নামেই বেশি পরিচিত, বলেন, “বহু ধারদেনা করে ট্রলার পাঠিয়েছিলাম। শুরুতেই এমন সাফল্য পেয়ে সত্যিই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। মাছ না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা ছিল।”

 

স্থানীয় সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “এবার নিষেধাজ্ঞা কার্যকরভাবে পালন করা হয়েছে। ফলে ইলিশের প্রজনন সফল হয়েছে এবং সাগরে মাছের পরিমাণ বেড়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে এ বছর উপকূলের জেলেরা বিগত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।”

 

এ ধরনের সাফল্য উপকূলীয় জেলেদের মধ্যে নতুন আশা জাগাচ্ছে। সরকারিভাবে জেলেদের উৎসাহ ও সহযোগিতা অব্যাহত থাকলে ইলিশ উৎপাদনে এ বছর নতুন রেকর্ড হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,