সারাদেশ

কন্টেন্ট ক্রিয়োটর কাফির বাড়িতে আগুন; নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীর কলাপাড়ায় ইউটিউব ও ফেসবুকে আলোচিত নুরুজ্জামান কাফির বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১০ মার্চ) বিকেলে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন, আমতলী উপজেলার সেকান্দাখালী গ্রামের মো. নসা হাওলাদারের ছেলে শাহাদাত হাওলাদার (২২) ও কলাপাড়ার পূর্ব টিয়াখালী গ্রামের মো. হিরন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে নুরুজ্জামান কাফির পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবে সৌভাগ্যক্রমে সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

পরদিন ভুক্তভোগী নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৬/৫৫, তারিখঃ ১৩-০২-২০২৫, ধারা-৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড)। পুলিশ তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে, গ্রেফতারকৃত দুইজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। তারা নুরুজ্জামান কাফির তৈরি করা ভিডিও কনটেন্ট দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে এ অগ্নিসংযোগের পরিকল্পনা করে।

 

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার দায় স্বীকার করেছে। তারা বরিশাল থেকে ডিজেল কিনে এসে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

গ্রেফতারকৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া, ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং