কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউটদের হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।

কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউটদের হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউটদের হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।স্কাউট আন্দোলনের প্রসার ও স্কাউট প্রোগ্রাম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০ শে মে মঙ্গলবার ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।রোভার স্কাউটদের উদ্দেশ্যমূলক ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হাইকিং।এই কার্যক্রমের মাধ্যমে রোভাররা প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি অর্জন করে।প্রকৃতি পর্যবেক্ষণের মধ্য দিয়ে তারা পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে,যা তাদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশে সহায়ক ভূমিকা রাখে।অনুষ্ঠানে হাইকিং এর ফিল্ডবুক ও কম্পাস রোভার স্কাউটদের মাঝে হস্তান্তর করেন গ্রুপ সভাপতি সুভদ্রা চৌধুরী,গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার- মোহাম্মদ মজিদুর রহমান এবং গার্লস ইন রোভার-এর আরএসএল তনুশ্রী মন্ডল।এই কার্যক্রমের মাধ্যমে রোভার স্কাউটরা স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য শৃঙ্খলা, নেতৃত্ব এবং সমাজসেবার চেতনা আরও গভীর ভাবে উপলব্ধি করার সুযোগ পায়।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২