সারাদেশ

কর্ণফুলীতে নৈশপ্রহরীকে রুমে আটকে রেখে ইউনিয়ন পরিষদে চুরি

 

কর্ণফুলী প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলীতে নৈশপ্রহরীকে রুমে আটকে রেখে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

এ সময় ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষের তালা ভেঙে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সিসিটিভি সংরক্ষণের ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে চোরের দল।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উকিল আহমেদ বলেন, রাতে দুইজন নৈশপ্রহরী নাইট ডিউটিতে ছিলেন। তারা ওই সময় ইউডিসি’র পাশে একটি রুমে ছিল। চোরের দল প্রবেশ করে প্রথমে তাদের রুমে আটকে দেন।

পরে আমার রুম থেকে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সিসিটিভি সংরক্ষণের ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

তিনি বলেন, এটি পরিকল্পিত ঘটনা হতে পারে কারণ তারা শুধু আমার রুমেই চুরির ঘটনা ঘটেয়েছে তাছাড়া তারা বড় ধরনের ক্ষতি না করলেও তারা সিসিটিভিকে টার্গেট করল।

শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, চুরির ঘটনা ঘটেছে পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,