Uncategorized

কলমাকান্দায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (নেত্রকোনা):

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা শুক্রবার সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

গত সোমবার (১১ আগস্ট) ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে তার মরদেহ ভারত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শুক্রবার বিকাল ৩টায় কলমাকান্দা উপজেলা স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা এবং বিকাল ৪টায় নিজ গ্রাম সদর ইউনিয়নের চত্রংপুর মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী, সাবেক এমপি আশরাফ খান, জেলা বিএনপির নেতা এডভোকেট মাহফুজুল হক, ভিপি আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, অঙ্গসহযোগী সংগঠন এবং এলাকার অসংখ্য মানুষ অংশ নেন।

মরহুম আনোয়ারুল ইসলাম টুটুন ছিলেন কলমাকান্দার চত্রংপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল মালেকের জ্যেষ্ঠ সন্তান।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши