কলমাকান্দায় যুবক খুন -গ্রেপ্তার এক

লিয়াকত আলী, স্টাফ রিপোর্টার(নেত্রকোনা)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাজিব তালুকদার (৩৮) কে হত্যার সঙ্গে জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন। এর আগে শুক্রবার সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে রাজিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম দ্বীপ সরকার (৩০)। পুলিশ বলছে, রাজিব ও দ্বীপ সরকারের বাড়ি ওই ইউনিয়নের বাউসারী গ্রামে। তারা একে অপরের প্রতিবেশী। সেই সঙ্গে দুজনেই মাদক সেবনে জড়িত ছিলেন। এছাড়াও দ্বীপ সরকার বলেন, তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে রাজিব। সেই দ্বন্দ্বেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজিবকে হত্যা করে দ্বীপ।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনীব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।