কালাইয়ে ধারালো বটির আঘাতে স্বামীকে গুরুতর যখম করলো স্ত্রী

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট
বটির আঘাতে ব্যাংক অফিসার স্বামীকে গুরুতর যখম করার অভিযোগ ওঠেছে স্কুল শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে। সাংসারিক ও দাম্পত্য কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানাগেছে। আহত ব্যাংক কর্মকর্তা ওই স্বামীর নাম মতিয়র রহমান (হিমেল)। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন ।
শনিবার বগুড়ার আটাপাড়া এলাকায় একটি ভাড়া বাসাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হিমেলকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে।
মতিয়ার রহমান হিমেলের স্ত্রী খাইরুন্নেসা সুমি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বলে জানাগেছে।
জানাযায়, খাইরুন্নেসা সুমির চতুর্থ নম্বর স্বামী মতিয়র রহমান। তাঁর স্ত্রীর বাবার বাড়ি একই ইউনিয়নের বিনইল গ্রামে। সেই সুবাদে তিনি বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে চাকরি করছেন। পূর্বের স্বামীদের নিকট থেকে ডির্ভোসের পর খাইরুন্নেসা চতুর্থ স্বামী হিসেবে একই ইউনিয়নের টাকাহুত গ্রামে ব্যাংক কর্মকর্তা মতিয়র রহমানকে বিবাহ করেন। বিবাহের কয়েক মাস যেতে না যেতেই শুরু সাংসারিক কলহ। গত শনিবার ৯ আগস্ট বগুড়া শহরের আটাপাড়ায় ভাড়া বাসায় স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী বটি দিয়ে স্বামী মতিউর রহমান হিমেলকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর আহত মতিউরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।
১০.০৮.২৫ ইং