কুমিল্লায় এসএসসি ২০২৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো: মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ কুমিল্লায় এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহত্তর কনেশতলা এলাকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণার অন্যতম উদাহরণ হয়ে উঠেছে।
সকালে কনেশতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং এয়াকুব শরীফ চৌধুরী সোহাগের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার মিনহাজুল ইসলাম (সামিম)। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও শিক্ষানুরাগী মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু বকর, কুমিল্লা বিজ্ঞান কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, শিক্ষানুরাগী মো. মামুন চৌধুরী, মো. আবু সাঈদ সৈকত, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. এমরান হোসেন, মো. আনিছ, মো. শিমুল চৌধুরী, মো. কাউছার, মো. আবদুল মতিন চৌধুরী, মাসুদ চৌধুরী, মো. সজীব হোসেন, জামাল উদ্দিন, মো. কামরুল মজুমদার,আর আরো কয়টা নাম দেন মোঃ রাশেদ, কাজী কামরুল, মোঃ শহিদ, মোঃইমন,মোঃপলাশ,মোঃছোটন,মোঃ আনিস,মোঃজাফরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং আগামীর শিক্ষা ও নৈতিকতা চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।