রাজনীতি

কোনাবাড়ীতে ধর্ষণ ও শিশু নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

গাজীপুরের কোনাবাড়ীতে ধর্ষণ ও শিশু নিপীড়নের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২টায় বিসিকের ১ নম্বর গেট থেকে শুরু হওয়া এই মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “নারী ও শিশুর বাসযোগ্য বাংলাদেশ চাই” এবং “২৫-এর বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই!”—এমন স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ। তারা ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন অব্যাহত থাকবে।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ