কোম্পানীগঞ্জে ধানের শীষের পক্ষে একরামুল হক মিলনের গণসংযোগ
আবদুর রহিম- কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ দলের প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে গণযোগাযোগ ও ভোট প্রার্থনায় সক্রিয় ভূমিকা পালন করছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও চরপারবর্তী ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল হক মিলন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে তিনি চরপারবর্তী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রাহাদ সহ ১নং ওয়ার্ড দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফখরুল ইসলামের সালাম পৌঁছে দেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় একরামুল হক মিলন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেটিএম হাট বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো প্রচারণা কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




