খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা
খুলনা জেলা পুলিশের আগস্ট/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান।
সভায় জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন মামলার তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া পুলিশের পেশাদারিত্ব, দায়বদ্ধতা ও সমসাময়িক নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
অপরাধ সভার শুরুতে মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমাম ও মোঃ শফিকুল ইসলাম শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করায় পুলিশ সুপার ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার-ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, এবং অতিরিক্ত পুলিশ (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম।
সভায় খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।