খুলনা বিভাগে লটারির মাধ্যমে সার্ভেয়ারদের পদায়ন সম্পন্ন

এম জালাল উদ্দীন:খুলনা
ভূমি মন্ত্রণালয় হতে খুলনা বিভাগে ন্যস্ত সার্ভেয়ারগণের পদায়ন লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বুধবার(১৭ সেপ্টেম্বর)খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার( অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। তিনি স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবার যে সকল সার্ভেয়ারকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে, তাদের কর্মস্থল নির্ধারণে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতেই লটারির আয়োজন করা হয়। লটারির মাধ্যমে যার যে জেলা উঠেছে, তাকে সেই জেলাতেই পদায়ন দেওয়া হয়েছে। এর ফলে পদায়ন নিয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অভিযোগের সুযোগ থাকছে না।
পদায়ন প্রক্রিয়া শেষে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার বলেন, লটারির মাধ্যমে সার্ভেয়ারদের জেলা নির্ধারণ করা হয়েছে। এতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতা নিশ্চিত হয়েছে। এ পদক্ষেপের ফলে কর্মকর্তারা নির্দিষ্ট জেলায় দায়িত্ব পালন করে আরও আন্তরিকভাবে কাজ করতে পারবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জেলার প্রশাসনিক প্রতিনিধি এবং ন্যস্তকৃত সার্ভেয়াররা।
প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার খুলনা বিভাগে বিভিন্ন জেলায় সার্ভেয়ার পদে জনবল নিয়োগ ও পদায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় গতি আসবে এবং সাধারণ মানুষের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।