সারাদেশ

গঠনের একদিনের মধ্যেই স্থগিত হলো যুব রেড ক্রিসেন্ট ইউনিট কমিটি

ফারিয়াজ ফাহিম
জামালপুর

গঠনের একদিনের মধ্যেই স্থগিত করা হয়েছে সরকারি আশেক মাহমুদ কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট কমিটির কার্যক্রম।

১৬ ডিসেম্বর কলেজ প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- সরকারি আশেক মাহমুদ কলেজের নবগঠিত যুব রেড ক্রিসেন্ট ইউনিট কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইউনিটের সকল কার্যক্রম অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- এ বিষয়ে পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) তারিখে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শওকত আলম মীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শওকত আলম মীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত কারণ উল্লেখ না থাকলেও “অনিবার্য কারণ”-এর কথা বলা হয়েছে।

কমিটিতে যুব প্রধান পদে জায়গা পাওয়া এস এম আল জুনায়েদ সাদী বলেন-‘একটি পক্ষ আমাদের স্যারদের চাপ প্রয়োগ করে কমিটি স্থগিত করায়। পরে স্যাররা আমাদের কাছে ৫ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। দেখি স্যারেরা আমাদের জন্য কি করে।’

যুব রেড ক্রিসেন্টের দায়িত্বে থাকা আশেক মাহমুদ কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আমান উল্লাহ আল মারুফ মোবাইল ফোনে বলেন -‘আমাকে একটি কমিটির করার দায়িত্ব দেয়া হয়েছিলো। পরে আমি কমিটি করে প্রিন্সিপাল স্যারকে দেয়। স্যার সেই কমিটি স্বাক্ষর দিয়ে অনুমোদন করে। গতকাল হঠাৎ আবার স্যার আমাকে ডেকে নিয়ে সেই কমিটি স্থগিত করার বিষয়টি জানান। এখন কেনো এমন হচ্ছে তা আমার জানা নেই। একটি কমিটি গঠনের ক্ষেত্রে অনেক কিছুই দেখতে হয়। অনেকের পছন্দের/ অপছন্দের বিষয় থাকে।’

এসব বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শওকত আলম মীর মোবাইল ফোনে বলেন-‘অনিবার্য কারনে কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়েছে। শিক্ষকদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলে আবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবে।

অনিবার্য কারনটি জানতে চাইলে তা নিয়ে কিছু বলেননি অধ্যক্ষ অধ্যাপক মোঃ শওকত আলম মীর।

১৫ ডিসেম্বর দুপুরে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কমিটি ঘোষণা করা হলেও ১৬ ডিসেম্বর তা স্থগিতের সিদ্ধান্ত আসে। যা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,