গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, ইবি কেন্দ্রে অংশ নেবে ৬৯২৪ পরীক্ষার্থী

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভু্ক্ত (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) বিশ্ববিদ্যালয় সমূহের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র।
শুক্রবার (০২ মে) দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে মানবিক অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৬৯২৪ জন শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় অনুষদ ভবন, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন। পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবে বলেও জানা যায়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি জানান, আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। আশাকরি সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পন্ন হবে। আমাদের প্রক্টরিয়াল বডি নিরাপত্তার বিষয়ে সদা তৎপর। যে ভবনগুলোতে পরীক্ষা হবে সেগুলো দুই-তিনদিন যাবৎ অতিরিক্ত পাহারা মোতায়েন করা আছে। তারা সর্বদা বিশেষ নজর রাখছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মেডিকেল টিম সহ অন্যান্য সেবামূলক টিম সার্বক্ষণিক মনিটরিং করবেন। এবারের পরীক্ষায় শিক্ষার্থী বেশি থাকায় আগের চেয়ে বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”
গুচ্ছ পদ্ধতির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা।