চাঁদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,
> “ফ্যাসিবাদীরা এখনো দেশে সক্রিয়। নব্য ফ্যাসিবাদ পুরনো ফ্যাসিবাদীদের সহযোগিতা করছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। কেউ যদি বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন,
> “যারা চাঁদাবাজি, জায়গা দখল বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, তাদের কোনো স্থান চাঁদপুর জেলা বিএনপিতে হবে না। জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। ব্যক্তিগত স্বার্থ নয়, দল ও জনগণের স্বার্থে কাজ করতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
> “এখনই কেউ ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার হওয়ার চিন্তা করবেন না। তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিগত স্বপ্ন দেখা যাবে না। দলের ভেতরে বিভাজন সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
সভা পরিচালনা করেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক সো. মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী প্রমুখ।
এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।


