সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তিতে জামায়াতের কর্মী সম্মেলন  “বিএনপিকে সমালোচনা নয় জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জামায়াতের”

হাসান আহমেদ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি জামায়াত ইসলামীকে রাজাকার বলে অপবাদ দিচ্ছে। তাহলে বিশ বছরতো একসাথে মিছিল মিটিং করেছেন, আপনারাওতো তার ভাগিদার। আসুন সমালোচনার পর্যালোচনার মিথ্যাচারের প্রথা রাজনীতি থেকে পরিহার করি। আমাদের নিজেদের দলগুলোর ভেতরে যদি কোন সংস্কারের প্রয়োজন হয়, আমরা সেখানে ও সংস্কার করবো।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল ও নজরুল ইসলাম সম্প্রতি বলেছেন জামায়াতের সাথে দুরত্ব নাই। তারা জাতীয় ঐক্য চান। ওনারা যে ঐক্যের কথা বলেছেন সেটাই সঠিক কথা বলেছেন। বিএনপি, ইসলামি মতাদর্শ, ডান, বাম, স্যেকুলার সবার সাথে আমরা সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। আসুন দেশ গঠনে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। সমালোচনার পর্যালোচনার মিথ্যাচারের রাজনীতি পরিহার করি।
মানুষ যেন দেখে বাংলাদেশের রাজনীতিতে আগের প্রথা আর নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাবো, মিথ্যাচার, লুটপাট, অত্যাচার ও দখলের রাজনীতি নেই। এক মহান বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের ঘরে ঘরে, দলের অফিসে অফিসে একটি পজেটিভ সুবাতাস ছড়িয়ে দিতে চাই।
জামায়াত কারো উপর কোন মত চাপিয়ে দিবে না উল্লেখ তিনি বলেন, এদেশে নারীদের সম্পূর্ণ অধিকার দেয়া হবে। অমুসলিমরা নিরাপদ ভাবে তাদের সম্পূর্ণ অধিকার ভোগ করবে।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস কোন জালেম কে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছি আর আল্লাহ দেশ ত্যাগ করিয়েছেন।
বর্তমান নির্বাচন পদ্ধতির চেয়ে পিআর পদ্ধতির নির্বাচন কে আমরা ভালো মনে করছি জানিয়ে তিনি বলেন, বিশ্বের ৬০ থেকে ৯০ টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এখানে প্রত্যেকটি মানুষের মতকে বিবেচনা করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বড় দল ও জনপ্রিয় এবং বুদ্ধিভিত্তিক ব্যক্তিরা সরকারে অংশগ্রহণের সুযোগ পায়।
শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর মাও. আব্দুর রহিম পাটোয়ারী, নায়েবে আমীর এডঃ মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী এডঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং