চাঁদাবাজির অভিযোগে রায়পুরে সিএনজি চালক-মালিকদের মিছিল

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে চালক ও মালিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন সিএনজি মালিক সোহাগ পাটোয়ারী, জহিরসহ বহু চালক ও মালিক। তারা অভিযোগ করেন, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সভাপতি হুমায়ূন লস্কর, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নান্টু এবং আনিসুর রহমান রুবেল দীর্ঘদিন ধরে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা আদায় করে আসছেন।
এর আগে শুক্রবার চাঁদা তুলতে গিয়ে চালকদের হাতে লাঞ্ছিত হন হুমায়ূন লস্কর। ঘটনার পর উভয় পক্ষই পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন।
এদিকে স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।