সারাদেশ

চাটমোহরে ছয় বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭২ বছরের বৃদ্ধ আটক

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার চাটমোহরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি মধ্যপাড়া গ্রামে। আটককৃত বৃদ্ধ শমসের আলী (৭২) ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে শমসের আলী খেলার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ছেলে হাশেম আলীর বাড়িতে নিয়ে যায়। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বিকেল পাঁচটার দিকে তার পিতাকে বিষয়টি জানালে তিনি গ্রামবাসীকে সাথে নিয়ে শমসের আলীকে মারধর করেন। পরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে রাত নয়টার দিকে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে চাটমোহর থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, এ ঘটনায় অভিযুক্ত শমসের আলীকে মঙ্গলবার রাতেই আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা রুজু করে বুধবার (১৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলা হতে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,