রাজনীতি

ছাতক-দোয়ারাকে মডেল ও শিল্প সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই. মিজান চৌধুরী

ছাতক প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাতকে বিএনপি ও ধানের শীষ প্রতিকের ঘাটি। আজকের এই পথসভা প্রমাণ করে। বিগত দিনে আমাকে আপনারা ভোট দিয়ে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতিকে ছাতক-দোয়ারাবাজারের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু ভোট গণনার সময় ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে। আমি সকল সময় ছাতক ও দোয়ারাবাজারের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। এজন্য ছাতক-দোয়ারাবাজার বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সুযোগ পেলে আপনারা এ অঞ্চলে ভোট দিয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী। এ অঞ্চলের মানুষ দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে ভালোবাসেন। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে আপনাদেরকে আজ থেকেই ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে নির্বাচনী কাজ করার জন্য আহবান জানাচ্ছি। আমি আপনাদের সন্তান, ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় সুযোগ পেলে আমি ছাতক-দোয়ারাবাজারকে একটি মডেল ও শিল্প সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। বৃ্‌হস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ছাতক শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শহরে মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে ছাতক উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ- এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল প্রমুখ। লিফলেট বিতরণ ও মিছিল বিকাল ৪ ঘটিকার সময় শহরের মড়ল কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে সমাবেশ হয়েছে ট্রাফিক পয়েন্টে। দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা-কর্মীরা এসে জড়ো হন মড়ল কমিউনিটি সেন্টারের সামনে। পরে হাজার-হাজার নেতা-কর্মীদের নিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ