ছাতকে জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা

ছাতক প্রতিনিধি: ছাতকে উপজেলা জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্হানীয় মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী’র সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন -এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মুমতাজুল হাসান আবেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাতক ও দোয়ারাবাজার আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, পৌর জামায়াতে আমীর নোমান আহমদ, সিলেট কোতোয়ালী থানা নায়েবে আমীর এড, সিরাজুল ইসলাম। দারসূল কোরআন পেশ করেন মাওলানা মুজিবুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সৈয়দ কাজী মনছুর আহমদ, সিলেট জালালাবাদ থানা সহ-সেক্রেটারি উবায়দুল হক শাহিন, ছাতক উপজেলা সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সেক্রেটারি এটিএম আব্দুল তাহিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।