জয়পুরহাট জেলাার আক্কেলপুরে প্রলোভন দেখিয়ে ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার জয়পুরহাট।
জয়পুরহাটের আক্কেলপুরে পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চার বছরের ছেলে শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ (বলাৎকার) করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অসুস্থ ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, তাঁরা ঘটনাটি শুনেছেন। তবে শিশুটি চিকিৎসাধীন থাকায় এখনো পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।
হাসপাতাল ও শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই শিশুটি মায়ের সঙ্গে বাড়ির পাশে মাঠে যায়। মা মাঠের গরুর জন্য ঘাস কাটছিল। পাশে শিশুটি বসে পেয়ারা খাচ্ছিল। এসময় ওই গ্রামের মনছুর আলী (২০) শিশুটিকে আরও পেয়ারা দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ (বলাৎকার) করে। অভিযুক্ত মনছুর আলী ওই গ্রামের জাফর আলীর ছেলে।
শিশুটি ব্যথায় যন্ত্রণায় তার মাকে ঘটনাটি খুলে বলে। অবস্থা গুরুতর হতে থাকলে রাতেই শিশুটিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটি এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই শিশুর মা বলেন, আমার ছেলের মলদ্বার ক্ষতিগ্রস্থ হয়েছে। সে ব্যথায় ছটফট করছিল। পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মনছুর নামের এক তরুণ এই জঘন্য কাজ করেছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান বলেন, চার বছরের ছেলে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুটির পায়ু পথ ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা শিশুটিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছি।
আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, হাসপাতালের চিকিৎসক আমাকে ঘটনাটি জানিয়েছেন। শিশুটি এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি। তারপরও পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা করছে।