সারাদেশ

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ‌গ্রেফতার

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাইয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বগুড়া সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামি রুবেল হোসেন জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফসার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ আগস্ট কালাই থানায় রুবেল হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি তদন্ত শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর দায়রা জজ আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর থেকেই রুবেল হোসেন পলাতক ছিলেন। তাঁকে গ্রেফতারের জন্য কালাই থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় অবশেষে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “আদালতের রায় বাস্তবায়ন ও আইনের শাসন নিশ্চিত করতে কালাই থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,