জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে নিহত – ১

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে আব্দুল মান্নান ফকির (৬২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন ।বৃহস্পতিবার (২১আগস্ট) সকালে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান ফকির পুনট ইউনিয়নের পাঁচ গ্রাম এলাকার বেলতলি গ্রামের মৃত খয়বর আলী ফকির এর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল বেলা মাঠে ঘাস কাটতে গেলে আচমকা বজ্রপাতে ঘটনা স্থলে তিনি মৃত্যু বরণ করেন । স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন পরিবারের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন।
এবিষয়ে সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম ,প্রাথমিক তদন্তে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।