সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিত নির্বাচনী আচরণবিধি ও গণভোটের উদ্বুদ্ধকরণ প্রচারণা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তিনমাথায়( ৮ জানুয়ারি) বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সেলিম আহম্মেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি ও গণভোটের প্রচারণা করেন। জনসাধারণকে গণভোটের বিষয়ে অবগত ও উৎসাহ প্রদান করতে এবং প্রার্থীদের আচরণ বিধির প্রচারণা চালানো হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ প্রচারণায় গণসংযোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ দেশের চাবি আমাদের হাতে প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় প্রতিনিয়ত বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সাধারণ ভোটাররা এমন প্রচারণাকে স্বাগত জানিয়ে বলেন আমরা গণভোট কি বুঝতাম না, কেন গণভোট দিবো তার কারণও ছিল অজানা এমন প্রচারণায় আমরা গণভোট সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। সাধারণ ভোটাররা এজন্য পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদকে তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

গণভোটের প্রচারণায় আরও উপস্থিত ছিলেন মো: বেলায়েত হোসেন সহকারী কমিশনার ভূমি, আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ, মো: ওরায়দুর রহমান পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রবিউল ইসলাম পাঁচবিবি ডিগ্রী কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আওরঙ্গজেব সহকারী অধ্যাপক পাঁচবিবি ডিগ্রি কলেজ, বন্ধনের পরিচালক শফিকুল আলম বিপ্লব, বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পিসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,