রাজনীতি

জাতীয়তাবাদী দল বিএনপির বানারীপাড়া উপজেলা ও পৌর কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া। 

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই রবিবার সকাল ১০ টায় গুঠিয়া সরদার কনভেনশন সেন্টারে বিএনপি’র বানারীপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শাহ্ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহসাঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু,হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা ও পৌর বিএনপি’র সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের নির্বাচন কমিশনের নিয়ম তান্ত্রিক পদ্ধতিতে উপস্থিত প্রার্থীদের মতামতের ভিত্তিতে বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন প্রিন্স এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান জুয়েল। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ, সহ-সভাপতি সোহেল মাহবুব, সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ, সাংস্কৃতিক সম্পাদক মো: অলি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের Opন্দরা।

Oplus_131072
Oplus_131104

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ