সারাদেশ

জামায়াতের ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার ১২নং ওয়ার্ডে এক কর্মী সম্মেলন রোববার বিকেলে মধ্যম চাড়িপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আমীর মাওলানা দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক হাসান আহমদের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম,ফেনী শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম ও শহর সেক্রেটারী মাওলানা সামাউন হাসান প্রমুখ নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,হাজার হাজার জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের জন্য ২০২৫ সাল একটি টার্নিং পয়েন্ট তেমনি জামায়াতে ইসলামীর জন্যও এই বছরটা একটি টার্নিং পয়েন্ট।তিনি বলেন এখনো ফ্যাসিবাদের দোসররা দেশের সর্বত্র জেঁকে বসে আছে।তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।পতিত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকার বিগত তিনটি নির্বাচনে জনগণের সাথে তামাশা করেছে।বাংলাদেশের মানুষ এই রকম তামাশা আর কাউকে করতে দেবেনা।ফেনী জেলা আমীর বলেন,জামায়াত আর্তমানবতার সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং