জামালপুরে ৫দিনব্যাপী নতুন ফুটবল রেফারীদের প্রশিক্ষণ কোর্সের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
প্রতিনিধি
জামালপুর
জামালপুরে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ইং তারিখ পর্যন্ত জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক তত্বাবধানে ৫দিনব্যাপী নতুন ফুটবল রেফারীদের প্রশিক্ষণ কোর্স উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিং-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ নজরুল ইসলাম মুক্তা, জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রহিম এবং দফতর সম্পাদক মোঃ কানন মিয়া। এসময় সাংবাদিকদের জানানো হয়, সারাদেশের ৭০জন নতুন ফুটবল রেফারী প্রশিক্ষণার্থীদের নিয়ে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৫দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ প্রদান করবেন, বাংলাদেশ ফুটবল রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান সুজিত কুমার ব্যানার্জি চন্দন ও বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন, ঢাকার সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
আরও জানা যায়, ১৯৮৪ইং সালের পর এবারই জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে নতুন ফুটবল রেফারীদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। এতদিন জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাবেক কমিটি দৃশ্যমান কোন কাজ না করায় জামালপুর জেলা ফুটবল রেফারীবৃন্দসহ ফুটবল সংশ্লিষ্টদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছিল।
এদিকে ৫ আগষ্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। আর এ কমিটিতে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এর আশীর্বাদপুষ্ট জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা তাদের নির্দেশ ও সহযোগিতায় বিগত ১ বছরে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে সংশ্লিষ্টদের মনে আস্থার জায়গা গড়ে তুলেছেন এবং ইতোমধ্যে সারা বাংলাদেশে জামালপুর জেলাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
প্রেস ব্রিফিং-এ জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা দীর্ঘদিনের কাক্সিক্ষত এ প্রশিক্ষণ আয়োজনের কৃতিত্বের দাবীদার হিসেবে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এর অবদান উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।





