সারাদেশ

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশসহ সাত দফা দাবিতে-  মৌলভীবাজারে লিফলেট বিতরণ

রাজন হোসেন তৌফিকুল , মৌলভীবাজার প্রতিনিধি ঃ
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশসহ সাত দফা দাবিতে জনমত গঠনে শুক্রবার মৌলভীবাজারের  লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।    মৌলভীবাজার প্রেসক্লাবের মোড় বিকাল ৩ ঘটিকায় থেকে
শুরু করে চৌমুনা হয়ে শমশেরনগর রোড , চাঁদনীঘাট রোড, সেন্ট্রাল রোড, পশ্চিম বাজার, কুসুমবাগ রোড, মৌলভীবাজার সদর হাসপাতাল পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির
মৌলভীবাজার শাখার ফাহাদ আলম, রুমন কবির, সাফওয়ান চৌধুরী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবেদ রহমান,ফুরকান,জেনি সহ  এবং অনন্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে তারা আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা একটি প্রক্রিয়ার অংশ হিসেবে এ পর্যন্ত এসেছে। সাংবিধানিক সীমাবদ্ধতা এবং ক্ষমতায় এসে বারবার নিজের মতো করে সংশোধন করার মনোভাব ও প্রক্রিয়া ৭২-এর হাত ধরে ২৪ পর্যন্ত এসেছে। তাই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে অচিরেই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার মাধ্যমে সবাইকে দেশ গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
সরকারের জুলাই ঘোষণাপত্রে অবশ্যই শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে। সেখানে ৪৭, ৭১ এবং ২৪-এর সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী রাজনীতির বিপক্ষে, সেটার প্রতিফলন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে থাকতে হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,