সারাদেশ

দেবীগঞ্জে কালচারাল একাডেমির যাত্রা শুরু উপলক্ষে উদ্বোধন 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
দেবীগঞ্জে সংস্কৃতির ছোয়ায় শিশুর স্বপ্ন গড়ি শ্লোগান নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে কালচারাল একাডেমির যাত্রা শুরু হয়েছে।
১১ জানুয়ারী শনিবার এ উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার মডেল মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ কালচারাল একাডেমির প্রধান উপদেষ্টা ও ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া ভার্চুয়াল ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ কালচারাল একাডেমির উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ পৌর আমীর বেলাল হোসেন, শেখ ফরিদ হাসান, নাবিউল হাসান, সুমন আহাম্মেদ, আর্কিটেক আরিফুজ্জামান, সংগীত পরিচালক হাফেজ শাহিনুর রহমান, নাশির একাডেমির পরিচালক হাজ্জালা হোসাইন, মুয়াজ হো
উপস্থিত ছিলেন।
কালচারাল একাডেমি মূলত ক্বেরাত , ইসলামী সংগীত, হাতের লেখা, আবৃত্তি ও উপস্থাপনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অভিনয়, সংগীত চর্চাসহ বিভিন্ন বিষয়ের উপর ক্লাশ ও প্রশিক্ষন দিবে।
মেধাকে শানিত ও বিকশিত করতে,মোবাইল আসক্তি ও বিভিন্ন ডিভাইস থেকে দূরে রাখতে
এবং ইসলামী সংস্কৃতির একটি স্বচ্ছ ধারনা দিতে কালচারাল একাডেমির সদস্য ও বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের ইসলামী সুস্থ ধারার শিল্পী হিসেবে গড়ে তোলার জন্য এ একাডেমি কাজ করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালচারাল একাডেমির ক্বেরাত পরিচালক মাওলানা আকরামুজ্জামান রাজু। দেবীগঞ্জ কালচারাল একাডেমির পরিচালক আলমগীর হোসেন সার্বিক তত্বাবধানে কালচারাল একাডেমি পরিচালিত হবে৷
উদ্ধোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,