সারাদেশ

নওগাঁয় অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা প্রদর্শনীর ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

 
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার বিভিন্ন কলাকৌশল নিয়ে ফায়ার সার্ভিস নওগাঁর বিশেষ প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের নওজোয়ান মাঠে বিশেষ প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়। প্রদর্শনী মহরায় সভাপতিত্ব করেন নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমদ। মোহরায় টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন শামীম রেজা ও আবুল কাশেম। ১৩ জন ফায়ার ফাইটার ও ড্রাইভার এর সমন্বয়ে গঠিত বিশেষ মহড়া টিমে নওগাঁ স্কাউট টিমের সদস্যদের আগুন নেভানোর বিভিন্ন কলা কৌশল শেখানো হয় এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিস নওগাঁ কি ধরনের কলা কৌশল প্রয়োগ করেন এবং আগুনে আটকা পড়া ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা হয় তা প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন। বিশেষত জনগণকে আগুন নেভানোর কলা কৌশল শেখানো এবং সতর্ক থাকতেই এমন বিশেষ প্রদর্শনী মহড়ার আয়োজন করে নওগাঁ ফায়ার সার্ভিস।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,